অর্ডারের শর্তাবলী
শর্তাবলী
‘প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম, আমরা দীর্ঘ ১৫ বছর যাবৎ সুনামের সাথে নিজ এলাকায় ইলেকট্রনিক্স পণ্য এবং মোবাইলের শোরুম ব্যবসা করিয়া আসিতেছি। বর্তমান যুগ অনলাইন নির্ভর। যুগের সাথে তাল মিলাতে না পারলে হয়তো আমরাও পিছিয়ে পড়বো তাই আমাদের এই চেষ্টা।
আমরা আপনাদের যে মোবাইলগুলো দিচ্ছি সেগুলো অফিসিয়াল এবং ইনটেক ফোন। গ্রাহক সেবা ও গ্রাহকের সন্তুষ্টির লক্ষে সকল ঝামেলা এড়িয়ে সামনে এগুনোর জন্য কিছু শর্ত আরোপ করা হলো।
১। ফোন অর্ডার করার সময় সচেতন ভাবে RAM/ROM এবং মডেল দেখে শুনে অর্ডার করুন।
২। মোবাইল হাতে পাওয়ার পর মোবাইল আনবক্স করার আগে আবার মডেল ও RAM/ROM যাচাই করে চেক করে দেখে নিন তার পর আনবক্স করুন।
৩। আপনার অর্ডার কৃত মোবাইলের বক্স ও ভিতরের মডেল এক না হলে এর দায় আমরা নিবো। আপনার ভুল অর্ডারের জন্য আমাদের দোষারোপ করতে পারবেন না।
৪। মোবাইল আনকক্সিং করার পর ফেরতের কোন সিস্টেম নেই।
৫। মোবাইল চেক করলে তা অবশ্য ডেলিভারি ম্যানের সামনেই করতে হবে।